আমাদের কথা খুঁজে নিন

   

আসুন অ্যান্ড্রয়েডে XMAPP মত সারভার এবং wordpress / joomla ইন্সটল করি।

আসসালামু আলা্ইকুম। আশা করি আপনারা ভাল আছেন। এটা আমার প্রথম টিউন আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই বিষয়ে কোন টিউন হলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
পিএইচপিতে কাজ করার সময় আমাদের একটু-আধটু XMAPP (Xmapp বিষয়ে অনেক টিউন হয়েছে) ব্যবহার করতে হয় তা্ই আমার ল্যাপটপ নষ্ট হওয়াতে বিপাকে পড়েছিলাম এবং খুজছিলাম কিভাবে অ্যান্ড্রয়েডে ট্যাবে XMAPP ব্যবহার করা যায়।

পেয়ে গেলাম ব্টি ওয়েব সারভার 2.72$ পেইড এ্যাপস, আপনাদের জন্য ফ্রি।
এন্ডয়েড এ XMAPP মত সারভার ব্যবহার করতে যা যা লাগবে-
মিড়িয়াফায়ার লিংক
(অন্য ফাইল Explorer হতে পারে কিন্তু ES File explorer ডেভেলপার Recommended)
প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ও ES File explorer ইন্সটল করে নিন।
এবার ব্টি ওয়েব সারভার ইন্সটল করে ওপেন করুন । নিচের মত আসবে-(অবশ্যই প্লে ষ্টোর এ সাইন ইন ও ইন্টারনেট চালু থাকতে হবে ভেরিফিকেশন হওয়া পর্যন্ত)

কিছুক্ষনের মধ্যে নিচের মত আসবে

Go to App ট্যাপ করুন।

phpMyadmin সিলেক্ট করুন।



গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করুন।

username এ root এবং password ফাঁকা রেখে Go ট্যাপ করুন।

পেয়ে গেছেন আপনার কাংখিত phpMyadmin।
*আপনী ব্টি ওয়েব সারভার সেটআপের পর গুগল ক্রোমের এ্যাড্রেসবারে http://localhost:8080/phpmyadmin/ টাইপ করে সরাসরি phpmyadmin এ প্রবেশ করতে পারেন।
**মাঝেমধ্যে Unfortunatelay, BitwebServer has stop working মেসেজ আসতে পারে।

কিছুক্ষন অপেক্ষা করে আবার চেষ্টা করুন।
Bitweb server সর্ম্পকে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন-
আসুন এবার এ্যান্ডয়েডে ওর্য়াডপ্রেস ইন্সটল করি-
প্রথমে wordpress.org থেকে wordpress ডাউনলোড করে নিন।
ডাউনলোডকৃত wordpress আনজিপ (wordpress নামে রিনেম করতে পারেন)
করে ES File Explorer প্রবেশ করে www ফোল্ডারে পেষ্ট করুন।

গুগল ক্রোমের এ্যাড্রেসবারে http://localhost:8080/phpmyadmin/ টাইপ করে যে কোন নামে ডা্টাবেস তৈরী করুন। (আমি wordpress নামে করেছি)

এ্যাড্রেসবারে http://localhost:8080/wordpress/ টাইপ করে নিচের চিত্র অনুসরন করুন।






নিচের তথ্য পুরন করে Install wordpress এ ট্যাপ করুন।

এবার আপনার username এবং password দিয়ে লগিন করুন ।


ব্যস পেয়ে গেছেন wordpress ড্যাসবোর্ড।

এভাবে আপনী জুমলা Install করতে পারেন।
*** এই কাজে গুগল ক্রোমের তুলনায় অ্যান্ড্রয়েডে pre-installed Browser ফাস্ট মনে হয়েছে।

অন্য Browser এ মাঝে-মধ্যে localhost আসেনা।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.