আমাদের কথা খুঁজে নিন

   

যে কোন অ্যান্ড্রয়েডে যোগ করুন “Multi-Window” ফিচার

Ads by Techtunes - tAds

আমারা অনেকেই samsung এর সেট গুলোতে মাল্টি উইন্ডো ফিচার টি দেখেছি। কিন্তু ইউজ করার সৌভাগ্য এখনো অনেকের হয় নাই। তাই আজকের এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার android সেটএ মাল্টি উইন্ডো ব্যাবহার করবেন।

Requirements:

  • রুটেড অ্যান্ড্রয়েড সেট
  • ইন্টারনেট কানেকশন
  • android version 4.0.x +

আপনার ফোন এর কোন প্রকার ক্ষতির জন্য আমি দায়ী থাকব না

চলুন এইবার শুরু করা যাক।

  •  এখান থেকে Xposed Framework ডাউনলোড করুন ।

    এবার ইন্সটল করুন। তারপর Xposed installer অ্যাপ টি ওপেন করে framework > install/update এ ক্লিক করুন। superuser permission grant করুন। তারপর রিবুট করুন।
  • তারপর আবার Xposed installer অ্যাপ টি ওপেন করুন।

    ফোন এর ডাটা কানেকশন যেন অন থাকে। এইবার Downloads অপশন টি তে ক্লিক করুন। কিছু সময় লাগবে লোড হতে। লোড হলে scroll down করে XhaloFloating window নামের মডিউল টি ডাউনলোড করুন।

এ বার modules এ ঢুকে XhaloFloating Window তে টিক দিন।

তারপর রিবুট করুন

=> এ বার অ্যাপ ড্রয়ার থেকে XHalofloatingWindow অ্যাপ টি ওপেন করুন। তারপর movable &  Resizable অপশন এ ক্লিক করুন

তারপর স্ক্রীনশট এর মত স্লাইডার টি অন করুন

এ বার Resizing settings এ গিয়ে "Live resize updating" এ টিক দিন।

এবার ব্যাক করে মেইন মেনু থেকে SystemUI Mods এ ক্লিক করে নিচের স্কীনশট এর অপশন গুলোতে টিক দিন

এবার Restart SystemUI এ ক্লিক করুন।

কাজ শেষ এবার রিসেন্ট প্যানেল ওপেন করে যে কোন অ্যাপ এ লং প্রেস করেন, দেখবেন অপশন আসছে "open In halo" । এইটা ক্লিক করলেই আপনার অ্যাপটি ওপেন হবে।

এ ভাবে আপনি ইচ্ছে মত অ্যাাপ ওপেন করতে পারবেন।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.