আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্ড্রয়েডে ‘ফাইন্ড মাই ডিভাইস’

সার্চ জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসের জন্য আনছে নতুন ফিচার। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী তার ডিভাইসটি কোথায় আছে তা জানতে পারবেন। সংবাদমাধ্যম ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গুগল ‘ফাইন্ড মাই ডিভাইস’ নামের এ সেবাটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
গুগলের এ নতুন ফিচারটি অনেকটাই আইফোনের ফাইন্ড মাই ফোন ফিচারের মতো হবে। ফোন হারিয়ে ফেললে বা খুঁজে না পেলে ব্যবহারকারী এ সেবাটির সাহায্যে সহজেই তা খুঁজে বের করতে পারবেন। সেবাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের ওয়েবসাইটে লগইন করতে হবে।
গুগল জানিয়েছে, এ মাসেই অ্যান্ড্রয়েড ২.২ বা তার পরবর্তী সংস্করণের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য সেবাটি আনা হবে। নতুন এ ফিচারটি অ্যাপ স্টোর গুগল প্লে থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে ইয়াহু।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.