আমাদের কথা খুঁজে নিন

   

রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবিদের মর্যাদা

পরশ পাথরের স্পর্শে লোহাও সোনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাস্তব জীবনে পরশ পাথরের ন্যায়। তার সানি্নধ্য যারা পেয়েছেন তারা তার গুণে গুণান্বিত হয়ে খাঁটি মানুষ তথা যথার্থ মুমিন হিসেবে আবিভর্ূত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ যারা পেয়েছেন তারা সাহাবি হিসেবে পরিচিত। সাহাবিদের সংখ্যা কত তার সঠিক তথ্য বের করা সত্যিকার অর্থে কঠিন। তবে এ সংখ্যা লাখেরও উপরে বলে মনে করা হয়। কারও কারও মতে সাহাবির সংখ্যা প্রায় দেড় লাখ। ইসলামে সাহাবিদের আকাশছোঁয়া মর্যাদা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দোজখের আগুন স্পর্শ করবে না, যে আমার সাক্ষাৎ লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসের পরিপ্রেক্ষিতে ইমাম ইবনে হাজাম (রা.) বলেছেন, সাহাবিদের সবাই নিশ্চিতভাবে জান্নাতি। পবিত্র কোরআনেও সুস্পষ্টভাবে সাহাবিদের জান্নাত প্রাপ্তির সুসংবাদ দেওয়া হয়েছে। ইরশাদ করা হয়েছে, 'মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যাঁরা নিষ্ঠার সঙ্গে তাদেরকে অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাতে সন্তুষ্ট এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবেন। (সুরা তাওবা, ১০১ আয়াত)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ সাহাবিকে তাদের জীবদ্দশায় জান্নাত প্রাপ্তির সুসংবাদ দিয়েছেন। 'আল আশরাতুল মুবাশশরাই বা আশারায়ে মুবাশশিরিন নামে সুবিখ্যাত এসব সাহাবির মধ্যে খোলাফায়ে রাশেদিনের চার মহান খলিফার নামও রয়েছে। হজরত আবদুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সায়াদ ইবনে আবি ওক্কাস জান্নাতি, সাঈদ ইবনে জায়েদ জান্নাতি এবং আবু উবায়দা ইবনুল জাররাহ জান্নাতি। (মেশকাত শরিফ)

সাহাবিদের মধ্যে যারা অতি সাধারণ তাদের মর্যাদাও যে কোনো যুগের সর্বোচ্চ জ্ঞানীগুণীদের চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সমালোচনা করতে নিষেধ করেছেন। আমাদের সবারই উচিত সাহাবিদের প্রতি সম্মান প্রদর্শন করা।

লেখক : ইসলামী গবেষক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.