আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণিমা

Its Me.

উথাল পাথাল ঢেউ হয় জানি, সেই ঢেও এর বিশালতা সীমাহীন। আজ আকাশে চাঁদের যে জ্যোসনা, তার যে ভুবনময় বিশালতা, এই জ্যোসনার নাম কি হবে কে জানে! মনে মনে এর একটা নাম খুঁজতেছি কিন্তু পাচ্ছিনা। আমি নাম খুঁজে পেলেও ভালো কিছু পাবো বলে মনে হচ্ছেনা, ইদানিং তো আমি নেতিবাচক ব্যাপার ছাড়া ইতিবাচক কিছু খুঁজে পাই না। কঠিন ইতিবাচক থেকে আমি হয়ে গেছি চরম নেতিবাচক নারী! এর একটা উত্‍কৃষ্ট উদাহরণ গতকালকের বৃষ্টির নামকরণ। গতকাল অতি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভার্সিটি যাচ্ছিলাম।

প্যারিস রোড দিয়ে যাওয়ার সময় ফোনে কথা বলছিলাম। সে সময় ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তিকে জিঙ্গেস করলাম, "এই তোর ওইখানে কি বৃষ্টি হয়?" সে বললো, "হ্যাঁ,ঝুম ঝুম করে বৃষ্টি হচ্ছে। " আমি বললাম, "স্বাভাবিক। রাজশাহীতে মেঘ মানেই সারা দেশে বৃষ্টি। আর এখনতো রাজশাহীতেই বৃষ্টি।

" সে বললো, তোদেরও ঝুম বৃষ্টি? আমি বললাম, "হয়,তবে ঝুম বৃষ্টি না। 'থুতু বৃষ্টি'। " সে আকাশ থেকে হঠাত্‍ করে কেবল পৃথিবীতে পড়লো এমন অবাক হয়ে বললো,"মানে কি!"। আমি বললাম, "মানে,এত গুঁড়ি এবং হালকা বৃষ্টি যে হঠাত্‍ হঠাত্‍ মুখের উপর পড়ছে, হঠাতত্‍ উপর থেকে কেউ থুতু ফেললে কয়েক তলা নিচের কারো গায়ে পড়লে যেমন ছিটা লাগে ঠিক তেমন বৃষ্টি"। বলে আমি নিজেই অবাক হলাম যে এত সুন্দর বৃষ্টিকে আমি এমন ভয়াবহ ব্যাখ্যা কিভাবে দিলাম! তাই আজকের চাঁদের বা জ্যোসনার নাম দেয়ার সাহস করছিও না খুব একটা।



তবে নাম বিহীন এই জ্যোসনার আকর্ষণটা এতই ভয়াবহ যে এর থেকে বোঝা যায় গৌতম বুদ্ধ কেন জ্যোসনা রাতে গৃহ ত্যাগ করেছে। আমার তো চিন্তায় গভীরতাই নাই, তাই মনে হচ্ছে বের হয়ে যদি দূরে কোথাও ঘুরতে যাওয়া যেত! কিংবা বান্দরবনের সেই চারিদিকে পাহাড় ঘেড়া পাঁচ তলা হোটেলের চকচকে সাদা রঙের ছাঁদে বসে গান শোনা যেত! তবে গৌতম বুদ্ধের একটা ব্যাপার আমি এই জ্যোসনার সাথে একটুও মিলাতে পারছিনা। সে সংসার ত্যাগ করে বাড়ি ছেড়ে ছিল মানব সঙ্গ ত্যাগ করার জন্য। এই জ্যোসনা কিভাবে মানুষকে মানুষ হতে দূরে ঠেলে দেয়, বুঝলাম না। আমারতো উল্টো মনে হয় কেউ না থাকলে জ্যোসনাটাও এক সময় ভালো লাগবে না।

এর একমাত্র ব্যাখ্যা হয়ত 'দিল্লী কা লাড্ডু। ' :-D

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।