আমাদের কথা খুঁজে নিন

   

'সরকার লোকসানের মাশুল মানুষের উপর চাঁপিয়ে দেয়ার পদক্ষেপ নিয়েছে'

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সরকার রেন্টাল ও কুইক-রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে অপচয় ও লুটপাট এবং সরকারের দুর্নীতি, অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে লোকসানের মাশুল সাধারণ মানুষের উপর চাঁপিয়ে দেয়ার পদক্ষেপ নিয়েছে।

তিনি আজ বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি ও বাসদ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।

সেলিম বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে শুধু বিদ্যুৎ বিলই নয়, বাজারে সব জিনিসপত্রের দামই ঊর্ধ্বমুখি হবে। ফলে মূল্যস্ফীতিতে ইতোমধ্যে নাজেহাল গরিব ও নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক অবস্থা আরো অসহায় হয়ে পরবে। নতুন সরকার জনগণকে তার প্রথম উপহার হিসেবে বিদ্যুতের মূল্য হার বাড়ানোর মাধ্যমে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। এজন্য জনগণের তরফ থেকে সরকার অনুরূপ ফিরতি উপহার ছাড়া অন্য কিছু আশা করতে পারে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, জাহিদুল হক মিলু প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.