আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের অঙ্গীকার

ষোল কোটি মানুষের কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত বাংলাদেশ প্রতিদিন আজ পাঁচ বছরে পদার্পণ করছে। হাঁটি হাঁটি পা পা করে এ দৈনিকটি ইতোমধ্যে অতিক্রম করেছে চারটি বছর। এলাম এবং জয় করলাম- এই অনন্য ইতিহাসও গড়তে সক্ষম হয়েছে বাংলাদেশ প্রতিদিন। চার বছর আগে প্রথাগত পূর্বপ্রস্তুতি ছাড়াই এ দৈনিকটির যাত্রা শুরু। কোনো দল বা গোষ্ঠী বিশেষ নয়, ১৬ কোটি মানুষের এই মহান জাতির প্রতি আনুগত্যকে বাংলাদেশ প্রতিদিন তাদের ঘোষিত আদর্শ হিসেবে বেছে নেয়।

যা দেখব তাই লিখব- এই নীতিমালার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলেছে ফেলে আসা চার বছরের প্রতিটি সংখ্যায়। আমরা কৃতজ্ঞচিত্তে স্বীকার করতে চাই, সহৃদয় পাঠকদের ভালোবাসা বাংলাদেশ প্রতিদিনকে সাফল্যের সুউচ্চ চূড়ায় উঠতে সহায়তা করেছে। প্রথম বছরেই বাংলাদেশ প্রতিদিন প্রচার সংখ্যায় সব দৈনিককে ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব দেখিয়েছে। দ্বিতীয় বছরে ডিএফপির নিরীক্ষায় সরকারিভাবে প্রচার সংখ্যায় সর্বশীর্ষে থাকার স্বীকৃতি দেওয়া হয়। গত চার বছরে সংসদে তথ্যমন্ত্রী বেশ কয়েকবার ঘোষণা করেছেন বাংলাদেশ প্রতিদিন দেশের শীর্ষ প্রচার সংখ্যার পত্রিকা।

পাঠকপ্রিয়তার দিক থেকে এ দৈনিকটি অন্য সবার ধরাছোঁয়ার বাইরে। এটি সম্ভব হয়েছে বাংলাদেশ প্রতিদিনের প্রতি পাঠকদের অটুট আস্থার কারণে। পঞ্চম বছরে পদার্পণের শুভলগ্নে আমরা বিনম্রভাবে পাঠকদের প্রতিশ্রুতি দিতে চাই, মুক্তবুদ্ধি ও মুক্তবিবেকের প্রতিবিম্ব হয়ে ওঠার যে নিরন্তর প্রয়াস বিগত দিনগুলোতে চালিয়েছি আগামীতেও তা অব্যাহত থাকবে। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজেকে প্রতি মুহূর্তে অতিক্রম করার চেষ্টা করবে বাংলাদেশ প্রতিদিন। পঞ্চম বছরে পদার্পণকালে আমরা গত চার বছরের আকাশছোঁয়া সাফল্যের জন্য সর্বশক্তিমানের দরবারে শোকরিয়া জানাই।

পাঠকদের আশ্বস্ত করতে চাই, আত্দতৃপ্তি নয় আরও বেশি দায়িত্বশীল হওয়াকেই আমরা করণীয় কর্তব্য হিসেবে বেছে নেব। সংবাদ পরিবেশনে সক্রিয় নিরপেক্ষতার নীতিতে অটল থাকবে বাংলাদেশ প্রতিদিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কথা বলবে নতুন প্রজন্মের এ দৈনিকটি। সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত না করার ঐশী নির্দেশনা যে কোনো মূল্যে মেনে চলতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য ও প্রত্যাশা পূরণে আমরা পাঠক, শুভানুধ্যায়ী, লেখক ও বিজ্ঞাপনদাতা- সবার সহযোগিতা চাই।

পঞ্চম বছরে পদার্পণের এই শুভলগ্নে সবাইকে আমাদের শুভেচ্ছা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।