আমাদের কথা খুঁজে নিন

   

শিশু সুরক্ষায় অঙ্গীকার



শিশু সুরক্ষায় সকলের অঙ্গীকার `আমি অঙ্গীকার করছি শিশুদের শারিরীক এবং মন:স্তাত্বিক অখন্ডতাকে বিপন্ন করে এমন কোনো কর্মকান্ড আমার দ্বারা সংঘটিত হবে না। সেই সাথে শিশু সুরক্ষা পরিপন্থী কোনো কাজে সম্পৃক্ত হবো না। ' এরকমই অঙ্গীকারাবদ্ধ হলেন আন্তর্জাতিক সংস্থা টেরেডস হোমস ফাউন্ডশনের কর্মীবৃন্দ। তাদের অঙ্গীকারের সাথে সাথে সংহতি প্রকাশ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শুক্রবার শিশু সুরক্ষা দিবস উদযাপনের সময় টেরেডেস হোমস ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত শিশু সমাবেশে এই আঙ্গীকার করা হয়।

কুড়িগ্রামে শিশু সুরক্ষা দিবস পালনে দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তর্জাতিক সংস্থা টেরেডেস হোমস ফাউন্ডেশন লুজান আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার খান মো: রেজওয়ান, সিভিল সার্জন ডা. তৌফিকুল ইসলাম, টেরেডেস হোমস ফাউন্ডেশনের বাংলাদেশস্থ কান্ট্রি ডেলিগেট জিওফ্রে কর্ডেল ও ডিপুটি কান্ট্রি ডেলিগেট কিমোন নাইডার বক্তব্য রাখেন। এছাড়াও অঙ্গীকারপত্র পাঠ করান সুব্রতা রায়। স্বাগত বক্তব্য রাখেন প্রশাসিনক অফিসার জোবেদ আলী।

সমাবেশে আমন্ত্রিত অতিথি ও আয়োজক সংস্থার কর্মরত সকলকর্মী শিশু সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হন। পরে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.