আমাদের কথা খুঁজে নিন

   

সালাউদ্দিনের পরিকল্পনায় সাফ ক্লাব কাপ

দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হওয়ায় বাফুফে ও ঢাকার কয়েকটি ক্লাবের দেয়া সংবর্ধনায় তিনি বলেন, “এটা আমার জন্য গর্বের হলেও দায়িত্বও অনেক বেড়ে গেছে। দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলেই আমি সার্থক। দক্ষিণ এশিয়ার ফুটবলকে এগিয়ে নেয়াই হবে আমার প্রধান কাজ। ”

“আমি দায়িত্ব নেয়ার পর সাফের কার্যক্রম অনেক বেড়ে গেছে। এখন আমার পরিকল্পনা আগামী অগাস্টে সাফ ক্লাব কাপ টুর্নামেন্টের আয়োজন করা।

আশা করি এই কাজে আমি সফল হবো। ”

সালাউদ্দিন জানান, “১০টি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আমাদের। সাফের ৮টি সদস্য, স্বাগতিক দল থেকে আরেকটি এবং আরো একটি দল নিয়ে এই টুর্নামেন্ট হতে পারে। ”

এই টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, “আমি চাই বাংলাদেশে এই টুর্নামেন্ট হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাফের নির্বাহী কমিটি।



সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “কাজী সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এক দিন এই দেশের ফুটবল সম্মান ফিরে পাবে। আমরা বিশ্বাস করি তিনি দক্ষিণ এশিয়ার ফুটবলকেও অনেক এগিয়ে নিয়ে যাবেন। ”

ক্লাব সমিতি ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের বলেন, “সালাউদ্দিন বাফুফে সভাপতির দায়িত্ব নেয়ার পর এদেশের ফুটবল কিছুটা হলেও সচল হয়েছে। তিনি নিয়মিত খেলা আয়োজন করছেন।

এটা অনেক বড় ব্যাপার। সাফকেও অনেক এগিয়ে নিয়ে যাবেন তিনি। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।