আমাদের কথা খুঁজে নিন

   

কথার কাঁথা

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। কথার কাঁথা নিত্য সেলাই মোটা সুতোয় চিকণ সুঁইয়ে, আঁকতে গিয়ে তোমার ছবি হই যে কবি শ্যামল ভূঁইয়ে। নিত্য ভাবি চিত্ত কথা উড়াবো ঐ আকাশ তলে, যেখানে ঐ ভাবের তারা রাত্রি জেগে উজ্বল জ্বলে। আবার ভাবি সাগর তীরে বিছাবো তা বালু বেলায়, চেতন মাঝে মগ্ন র’বো তোমার সাথে স্বপন খেলায়। তোমার চুলের ফাঁকে ফাঁকে সুবাস ছড়ায় এই কবিতা, তোমার তরেই সুতো কাটি রাত্রি জানে আর সবিতা। কথার কাঁথা নিত্য সেলাই মোটা সুতোয় চিকণ সুঁইয়ে, আঁকতে গিয়ে তোমার ছবি হই যে কবি শ্যামল ভূঁইয়ে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।