আমাদের কথা খুঁজে নিন

   

বেঁচে আছি অমানিশার আলিঙ্গনে

"হায় জীবন, তুমি কি জাননা সেই সুখ ও ভালোবাসারা ততটাই দূরে যতটা যেতে গেলে ডানার বয়স হয়ে পালক পড়ে যায়

প্রগাঢ় অন্ধকার!
তোরাবোরার গুহার চাইতেও বেশী অন্ধকার;
পূর্বাশার আলোহীন দূর্গন্ধময় কানাগলি,
প্রতিটি নাগরিকের রোজনামচা জুড়ে।
যেখানে অসভ্য সময়ের স্যাঁতস্যঁতে বিস্তার।
যেখানে
ধর্ষিত রমণীর ক্লেদে জন্ম নেয় ঘৃণার নহর
প্রতিদিন-প্রতিরাতে;জোৎস্নার রুপালী চাঁদ
ঝলসে যায় সালফিউরিক বর্বরতায়-
হাভাতে কুকুর আর কতগুলো মানুষ শুয়ে থাকে ফুটপাতে-
যেখানে অভিন্ন শয্যায়।
যেখানে
বাতাসের কোমলতা ম্লান করে সন্তানহারা মায়ের দীর্ঘশাস
নিত্য-পিতার কাঁদে কাফনে মোড়ানো সন্তানের লাশ,
অবুঝ শিশুর মুখে নিথর জননীর স্তন-
ঘরে ঘরে বিলাপ, পিতাহীন সন্তানের ক্রন্দন।

এই প্রেতপুরে তবুও আমরা স্বার্থপর মানুষেরা
বেঁচে আছি অমানিশার আলিঙ্গনে
পোকায় খেয়ছে আমাদের হৃদয়, বিবেক গিয়েছে মরে;
লাশের গন্ধে দিব্যি ঘুমাতে পারি
পুজো দিয়ে শয়তানের চরণে।






অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.