আমাদের কথা খুঁজে নিন

   

মূকাভিনয় প্রতিযোগিতা

ক্লাবের প্রতিষ্ঠাতা মশহুরুল হুদা গ্লিটজকে বলেন, “মূকাভিনয় এমন একটি শিল্প, যা সববয়সী মানুষের কাছে গ্রহণযোগ্য। কিন্তু বাংলাদেশে এর প্রসার খুব কম। হাতে গোনা কজন শিল্পী এটি নিয়ে কাজ করছেন। এদের যথাযথ প্রশিক্ষণ ও মূকাভিনয় নিয়ে তরুণ অভিনেতাদের আগ্রহী করে তুলতেই আমাদের এ আয়োজন। ”

বুধবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে শুরু হবে প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগত ৩০ জন মূকাভিনেতা নাম লিখিয়েছেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। প্রতিযোগিতা চলবে ৩ ঘণ্টা।

দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল, একই বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলাম, অধ্যাপক ইসরাফিল শাহিন, অনুষ্ঠান নির্মাতা খ ম হারুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইসরাফিল আহমেদ রঙ্গন এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সভাপতি জাহিদ রিপন।

তৃতীয় পর্বে থাকছে মাইম শো।

এতে হুদা মাইম ক্লাবের নিজস্ব পরিবেশনার পাশাপাশি পারফর্ম করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, মাইম আর্ট, স্বপ্নদল এবং জেন্টেলম্যান সেন্টো মাইম।

২০১১ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ হুদা মাইম ক্লাব এ পর্যন্ত বেশকটি কর্মশালা পরিচালনা করেছে। এবারের সপ্তাহব্যাপী কর্মশালা শুরু হয়েছে ১৩ মার্চ থেকে। এতে সারাদেশ থেকে আগত অর্ধশতাধিক অভিনেতা কর্মশালায় অংশ নেন। কর্মশালা পরিচালনা করেছেন মশহুরুল হুদা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।