আমাদের কথা খুঁজে নিন

   

জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৪ রান। হাতে ছিলো ৫ উইকেট। এমন পরিস্থিতিতে পানিয়াঙ্গারার করা নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে জয়সূচক রান করতে শেষ বল খেলে নাটকীয় ৩ উইকেটের জয় পেয়েছে তারা।

জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে আয়ারল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ৮.১ ওভারে ৮০ রান করে দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নেন এ দুজন।

অপ্রতিরোধ্য এ উদ্বোধনী জুটিটি শেষ পর্যন্ত ভাঙ্গতে সক্ষম হন সিন উইলিয়ামস। ইনিংসের ৮.২ ওভারে ২৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করা আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড মারুমার হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন।

এর আগে অলরাউন্ডার এলটন চিগুম্বুরার ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। ফলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ জিততে হলে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।

ফলে প্রথম ব্যাট করে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজা আইরিশ বোলার অ্যালেক্স কুসাকের বলে সোরেনসনের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন। এ সময় তার রান ছিল ১০ রান। জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ তখন ছিল ১.৫ ওভারে ১ উইকেটে ১৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ২০ ওভার ১৬৩/৫ (টেলর ৫৯, চিগুম্বুরা অপরাজিত ২২, মাসাকাদজা ২১, উইলিয়ামস ১৬, সিবান্দা ১৬, মারুমা অপরাজিত ১৩, ডকরেল ২/১৮, ম্যাকব্রাইন ২/২৬, কুসাক ১/৫৩)

আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড(অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, পল স্টারলিং, এড জয়েস, ম্যাক্স সোরেনসেন, অ্যালেক্স কুসাক, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, স্টুয়ার্ট থম্পসন, অ্যান্ডি ম্যাকব্রাইন, অ্যান্ড্রু পয়েন্টার।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর(অধিনায়ক, উইকেটরক্ষক), ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, হ্যামিলটন মাসাকাদজা, সিন উইলিয়ামস, টিমিসেন মারুমা, এলটন চিগুম্বুরা, প্রসপার উতসেয়া, টিনাশে পানিয়াঙ্গারা, টেন্ডাই চাতারা, টাফাদওয়া কামুনগোচি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.