আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে ঢাকায় মুক্ত কর্মশালা

ভারতের ১৬তম লোকসভা (সাধারণ) নির্বাচনের পর্দা উন্মোচন হতে যাচ্ছে। এই নির্বাচন আগামী ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮১ কোটি ১৪ লাখ ভোটারের অংশগ্রহণে ভারতের আসন্ন নির্বাচনটি হবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক চর্চার নিদর্শন।

এ নির্বাচনের অংশ হিসেবে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র 'ভারতের সাধারণ নির্বাচন-২০১৪' শীর্ষক একটি মুক্ত কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি অনুষ্ঠিত হবে ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে।

এই কর্মশালায় অংশ নিতে ঢাকা সফর করছেন সদ্য অবসরপ্রাপ্ত (জুন ২০১২) ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কুরেইশি।

কর্মশালায় সভাপতিত্ব করবেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল। এই কর্মশালায় ড. কুরেইশি অংশগ্রহণকারীদের 'নমুনা আচরণবিধি'-র ভূমিকাসংবলিত ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন খুঁটিনাটি দিক সম্পর্কে অবহিত করবেন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কিভাবে একটি বিশাল নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন উপাদানের সমন্বয় করা হয় সে বিষয়েও আলোকপাত করবেন তিনি।

আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেবেন কুরেইশি।

কর্মশালায় সূচনা বক্তব্য রাখবেন ব্রতী'র সাধারণ সম্পাদক শারমিন মুর্শেদ।

কর্মশালাটি মিডিয়া ব্যক্তিত্ব, জনসম্পর্কিত বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, রাজনৈতিক পর্যবেক্ষক ও শিক্ষার্থীদের জন্য পরিকল্পনা করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য কোনও মূল্য প্রদান করতে হবে না। আগ্রহী অংশগ্রহণকারীদের তাদের নাম নিবন্ধনের জন্য igccdhaka@gmail.com ঠিকানায় ই-মেইল পাঠাতে অনুরোধ করা হচ্ছে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.