আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত গতি

কিছু স্থির ও প্রবাহমান আবর্জনার মাঝ থেকে
তোমাকে খুজে এনেছি খুব আদর করে।
ভেবেছি তুমি মনি মুক্তা দামী কিছু একটা হবে
তানাহলে তুমি সবার থেকে ব্যতিক্রম
এত মনমুগ্ধকর, বৈচিত্রপূর্ণময় হবে কেন।
কষ্টি পাথর দিয়ে যাচাই করলাম,দেখলাম
তাতে কিছু কিছু র্নিভেজালের অভাব আছে
তারপরেও তোমার যা রং,যা বর্ণ,যা গন্ধ
সবকিছুই জোস্নার আলোকে হার মানায়।
আমার মত কিছু কিছু অন্ধ ভক্তদের
দিশেহারা কিংবা অবাক করে দেয়,
উড়ন্ত এলোমেলো জোনাকি পোকারা
বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো তাদের আলোয়
একটু একটু করে সেই রুপ রস নিংড়ে নেয়।
উকি দিয়ে দাঁড়িয়ে থাকা সবুজ গাছপালাগুলো
লুকিয়ে লুকিয়ে তোমার সুধা পানে থাকে ব্যস্ত।


তুমিও বেশ উড়িয়ে চল বাতাসে ঝরঝরে কেশ
কারো সাথে শত্রুতা নয় বন্ধুত্ব,নিয়ে এমন আবেগ।
নদী ও নারী এ দুজনকে নিয়ে আমার বড় ভয়
কারণ তারা অদম্য গতি,অদম্য শক্তির অধিকারী
কারো ধার ধারেনা নিজেদের পথ নিজেরাই গড়ে।
আমি অসহায়ভাবে, গভীর হতাশা নিয়ে থাকি
হয়তো এত জনতার ভীড়ে,ইচ্ছায় কিংবা অনিচ্ছায়
বনো কবুতরের মত হারিয়ে যাবে কোন একদিন।
কেউ যদি না জানে তার গন্তব্য কোথায়
তবে ভুল পথে হাঁটাটাই স্বাভাবিক।
যদি সত্যি সত্যিই তাই হয়
সেদিন বুঝবো তুমি আসল নয় নকল।


র্দূগন্ধযুক্ত আবার সেই আবর্জনার মাঝেই
তুমি একদা নীরবে হাড়িয়ে যাবে
নিজেও বুঝবেনা তোমার সঠিক ঠিকানা
বুঝবেনা কোথায় থেমে গেছে জীবনের গতি। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.