আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত ভাই এবার তুই থাম! এইবার শুনেন অনন্ত কিভাবে বললো "আমার কেউ ইংরেজি ভুল ধরবে?"

ব্লগিং শুরু করলাম প্রথমেই বলে নেই, কে যেন এই ব্লগে লিখেছিলো অনন্ত আগে গার্মেন্টস এর আয়রন ম্যান ছিলো! এইটা ডাহা মিথ্যা কথা। টিভির পরে অনন্ত এইবার ইংরেজি চর্চা চালাচ্ছেন রেডিও তে! যদিও এইবার উল্টাপাল্টা কোন "ইউ পম গানা" টাইপের কথা বলে নাই! অনন্ত নিজের সম্পর্কে বলেছেন "অনন্ত ফিল্ম করার আগেই স্টার, অনন্ত একজন বিগেস্ট বিজনেস ম্যান, অনন্ত একজন সিপিম, অনন্ত একজন রপ্তানিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া ব্যাক্তি, অ্যান্ড অনন্ত ইজ নট এ স্মল গাই" শুনেন এই লিঙ্কে কিন্তু কথাবার্তায় যথেষ্ট দম্ভ এবং অহংকার প্রকাশ পেয়েছে! ভাই এইবার থামেন, আপনার খালি ইংরেজিই না বাংলা বলাতেও সমস্যা আছে। দিস গাই ইজ পম বরিশাল, দ্যাটস দ্যা রিজন! আগের কিছু পোস্টঃ অনন্তের কি দরকার ইংরেজিতে কথা বলার? এইবার আরেকটা উল্টাপাল্টা ভিডিও! আমার দোয়েল, সরকারি ইঞ্জিনিয়ারের ব্যবহার ও কিছু অপপ্রচার! কোক স্টুডিও থেকে একটি অসাধারণ গান, না শুনলে শিওর মিস! অনন্ত জলিল আর হাসান মাসুদের এই ছবিটা দেখে হা হা প গে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.