আমাদের কথা খুঁজে নিন

   

পরস্পরকে হুমকি দিলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া

ইউক্রেনকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীন সময়ে ইউক্রেনকে ঘিরে পরস্পরকে হুমকি দিয়েছে দুই স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। এসময় উভয় শিবিরে মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যার রেশ ছড়িয়ে পড়ে গোটা বৈঠকে।

রাষ্ট্রদূতের বিরুদ্ধে এদিন ‘অপমান’ করার অভিযোগ এনেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ দূত।

মার্কিন কূটনীতিকের এই অমর্যাদাপূর্ণ আচরণ অন্যান্য কূটনৈতিক বিষয়ে ওয়াশিংটনের প্রতি মস্কোর সহযোগিতামূলক মনোভাবের উপরে প্রভাব ফেলবে বলেও স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি।

ক্রিমিয়া ইস্যুতে কূটনৈতিকভাবে রাশিয়াকে একঘরে করতে মরিয়া পশ্চিমা শক্তি। তাই জাতিসংঘের মঞ্চকে এই কাজে ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় সহযোগীরা। তবে নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য হিসাবে রাশিয়ার ‘ভেটো’ ক্ষমতা থাকায় মার্কিন পরিকল্পনার সাফল্য নিয়ে গভীর সংশয় আছে।

এই পরিস্থিতিতে চলতি রাজনৈতিক সমস্যার কূটনৈতিক সমাধানের উপরে জোর দিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

এই আবেদনে সাড়া দিয়ে বুধবার দুপক্ষ আলোচনায় বসেছিল। আর সেখানেই এই দুই পরাশক্তির মধ্যে বিবাদ স্পস্ট হলো।

বৈঠক থেকে কোনো সমাধান সূত্র উঠে না এলেও হাল ছাড়তে নারাজ বান কি মুন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তার। এরপরে শুক্রবার ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য কিয়েভ যাচ্ছেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।