আমাদের কথা খুঁজে নিন

   

ধ্বংসাবশেষ খুঁজে পায়নি অস্ট্রেলিয়া, আজ ফের তল্লাশি

অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বলেছেন, তারা রহস্যজনকভাবে নিখোঁজ যাত্রীবাহী বিমানটির সন্ধানে ভারত মহাসাগরে তল্লাশির কাজ বৃহস্পতিবারের জন্য শেষ করেছেন। এদিন ব্যাপক তল্লাশি চালিয়েও বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে পাননি তারা।

 

দেশটির কর্তৃপক্ষ বলেছেন, তারা শুক্রবার আবার বিমান ও জাহাজের সাহায্যে তল্লাশি অভিযান শুরু করবেন। এদিকে নরওয়ের একটি গাড়িবাহী জাহাজও বিমানটির খোঁজে তল্লাশি অভিযানে অংশ নিয়েছে। মরিশাস থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফেরার পথে জাহাজটিকে নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ সনাক্ত করার কাজে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়।

 

প্রায় ১২ দিন আগে নিখোঁজ বিমানটির কোনো কূলকিনারা করতে না পেরে এটির সন্ধানে তল্লাশি কাজে অংশগ্রহণকারী ২৬টি দেশ যখন হতাশ হয়ে যাচ্ছিল তখন বৃহস্পতিবার সকালে আশার বাণী শোনান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। তিনি দেশটির পার্লামেন্টকে জানান, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এমন দুটি বস্তুর খোঁজ পাওয়া গেছে যেগুলো নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ হতে পারে।

 

এ ছাড়া অস্ট্রেলিয়ার ম্যারিটাইম নিরাপত্তা কর্মকর্তা জন ইয়ং জানান, স্যাটেলাইট থেকে তোলা ছবির বড় বস্তুটি ২৪ মিটার লম্বা এবং অন্যটি অপেক্ষাকৃত ছোট। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সরবরাহকৃত ছবি দেখে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী হিশামউদ্দিন হুসেইনও স্বীকার করেন, নিখোঁজ বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের ব্যাপারে ‘এত বেশি নির্ভরযোগ্য’ প্রমাণ এর আগে পাওয়া যায়নি। এর আগে স্যাটেলাইট ও বিমান থেকে তোলা একাধিক সম্ভাব্য প্রমাণ পরবর্তীতে ব্যর্থ প্রমাণিত হয়।

 

গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী ২৩৯ আরোহীবাহী বোয়িং ৭৭৭ বিমানটি নিখোঁজ হয়ে যায়। বিমানটি এক ঘন্টা আকাশে ওড়ার পর নির্ধারিত গতিপথ বদলে ভিন্ন দিকে চলে যায় বলে প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া এটির ভেতর থেকে যোগাযোগের ব্যবস্থা অচল করে দেয়া হয় বলেও জানিয়েছে মালয়েশিয়া সরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.