আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্র

পাকিস্তানের জনবহুল শহর করাচিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার সন্দেহে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে কমপক্ষে ১৮৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ গতকাল জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জন অবৈধ অভিবাসী ও ৪৩ জন ফেরারিও রয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ফেডারেল পরিষদ বুধবার করাচিতে চিহ্নিত অপরাধীদের খুঁজে বের করতে বিশেষ বাহিনীকে দায়িত্ব দেওয়ার পরই এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, শহরে নিরাপত্তা ভঙ্গকারী অপরাধীদের খুঁজে বের করতে ও গ্রেফতার করতে আধা-সামরিক বাহিনী এ অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, বুধবার করাচিতে দেশটির নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বন্দুকধারীর গুলিতে নিহত হন এবং তার সুইডিশ স্ত্রী গুরুতরভাবে আহত হয়। পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে এক হাজার ৭২৬ জন নিহত হয়েছে। গত বছর একই সময়ে নিহত হয়েছিলেন এক হাজার ২১৫ জন।

স্কুলের বাইরে বোমা হামলা, আহত ১১ : পাকিস্তানের একটি বালিকা বিদ্যালয়ের বাইরে গতকাল এক বোমা হামলায় ১১ জন আহত হয়েছে। আহতদের অধিকাংশই শিশু। এক চিকিৎসক বলেন, স্কুলের ছাত্রীরা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুর একটি পোশাকের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। শহরটি ইসলামী জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। দ্য ডন, এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.