আমাদের কথা খুঁজে নিন

   

বিচারের মুখোমুখি হতে স্বামী শ্রিয়েনকে দ. আফ্রিকায় প্রত্যাবর্তন

হানিমুনে গিয়ে স্ত্রীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে ব্রিটিশ ব্যবসায়ী শ্রিয়েন দেয়ানিকে দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করানো হচ্ছে। আগামী ৭ এপ্রিল তাকে দেশটিতে প্রত্যাবর্তন করানো হবে বলে দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে। দেশটির ডিপার্টমেন্ট ফর জাস্টিস শ্রিয়েনের প্রত্যাবর্তনের এ তারিখ নিশ্চিত করেছে।

 

মার্চ মাসের শুরুতেই প্রত্যাবর্তনের বিরুদ্ধে করা শ্রিয়েনের সর্বশেষ আবেদনটি খারিজ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে ২৮ দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তনের বাধ্যবাধকতা রয়েছে।

 

দক্ষিণ আফ্রিকার সরকারি কৌশলিরা দাবি করছেন যে, শ্রিয়েন তার স্ত্রী আন্নি দেয়ানিকে হত্যার নির্দেশ দিয়েছেন। ২৮ বছর বয়সী আন্নি একজন সুইডিশ নাগরিক ছিলেন।

 

শ্রিয়েন দম্পতি ২০১০ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় হানিমুন করতে গিয়েছিলেন। একদিন কেপ টাউনের নিকটবর্তী এক শহরের মধ্য দিয়ে ট্যাক্সি করে যাওয়ার সময় অস্ত্রের মুখে সন্ত্রাসীরা তাদের আটক করে। শ্রিয়েন অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হন।

তবে তার স্ত্রী আন্নির লাশ পরের দিন পাওয়া যায়।

 

উল্লেখ্য, আন্নি হত্যা মামলায় ইতোমধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আর শ্রিয়েন দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তনের পরপরই বিচারের মুখোমুখি হবেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.