আমাদের কথা খুঁজে নিন

   

গভীর পানিতে কাজ করতে সক্ষম কাঁকড়া রোবট!

একটা কাঁকড়া রোবট যা কিনা গভীর জলে ডুব দিয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অনুসন্ধান এবং আবিষ্কারের কাজ করবে। পৃথিবীতে এমন রোবট এটিই প্রথম আবিষ্কার করলেন কোরিয়ান বিজ্ঞানীরা।

Crabster CR200 নামের রোবটটির ওজন ১হাজার ৪’শ পাউন্ড, এটি পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের গভির পানির রোবট। রোবটটি পানির নিচে হেটে বেড়াতে সক্ষম। এর কাঁকড়ার আদলে ৬টি বিশেষ পা রয়েছে।

সম্পূর্ণ রোবটের আকার অনেকেটা এক তলা বাড়ির সমান। তবে পানির উপরে একে দেখতে অনেকটা গাড়ির মত দেখায়।

কোরিয়ার ইনিস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলোজি এর বিজ্ঞানীরা এই কাঁকড়া রোবট তৈরি করেন। গত বছর এই রোবট প্রথম পানির নিচে গেলেও, এ বছর একে নিয়ে যাওয়া হবে পানির সর্বোচ্চ প্রায় ৬৫৬ ফুট গভীরে।

গবেষকরা বলছেন, একে দিয়ে পানির নিচে অতি গভীরে গিয়ে বিভিন্ন আন্ত-মহাদেশীয় গবেষণা, সাগরের নিচে ঢুবে থাকা ঐতিহাসিক জাহাজ এবং সামুদ্রিক রত্ন ভান্ডারের অনুসন্ধান করার কাজে সাহায্য নেয়া যাবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।