আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় গ্রিডে রেকর্ড ৭০০০ মেগাওয়াট বিদ্যুৎ

দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপিত উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াটে পৌঁছানোর সাড়ে চার মাসের মাথায় এই মাইলফলকে পৌঁছালো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।    
বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল আলম চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “সন্ধ্যা  সাড়ে ৭টা পর্যন্ত জাতীয় গ্রিডে মোট ৭ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুত গেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। ”
এর আগে মঙ্গলবার ৬ হাজার ৯৭০ এবং ১৮ মার্চ ৬ হাজার ৮৮৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়।
জাতীয় গ্রিডে যোগ হওয়া এই বিদ্যুতের মধ্যে দেশের কেন্দ্রগুলো থেকে উৎপাদিত বিদ্যুত ছাড়াও ভারত থেকে আমদানি করা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রয়েছে। তবে এর মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ বৃহস্পতিবার গ্রিডে এসেছে, তা জানা যাবে শুক্রবার।


ভারত থেকে ৫০০ মেগাওয়াট আমদানির আগে গত বছরের ১২ জুলাই সর্বোচ্চ ৬ হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছিল।
২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরে মোট ৫৮টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়, যার মোট উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৪৮৩ মেগাওয়াট।
এছাড়া ৬ হাজার মেগাওয়াট ক্ষমতার আরো ৩১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে আরো প্রায় ৬ হাজার ১০০ মেগাওয়াটের ২৫টি কেন্দ্রের।

 
গত বছরের নভেম্বর থেকে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের সারিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৪ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
আমদানিসহ বর্তমানে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপিত উৎপাদন ক্ষমতা ১০ হাজার ২৮৯ মেগাওয়াট। এই পরিমাণ গত নভেম্বরে ১০ হাজার মেগাওয়াটের মাইলফলকে পৌঁছালে রাজধানীর হাতিরঝিলে ‘আলোক উৎসব’ এর আয়োজন করা হয়।  


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.