আমাদের কথা খুঁজে নিন

   

নীরবতা

যখন কেউ আমায় ভুলবোঝে এবং অপবাদ দেয়
তখন পরিপূর্ণভাবে নীরবতার সংস্পর্শ পাই
তখন পুনশ্চ ফিরে পাই হারানো শৈশব
মায়ের সুশীতলস্নেহ ; সব অসহায়ত্ব মুছে দেওয়ার মতো।
যখন কেউ আমায় ভুলবোঝে এবং অপবাদ দেয়
তখন পরিপূর্ণভাবে নীরবতার সংস্পর্শ পাই
আর, বেদনার শুশ্রুষায় অপলকদৃষ্টিতে
প্রাচীন দু:খগুলো উদ্ভাসিত হতে দেখি বৃষ্টিতে
আমার হৃদয় তাতে ধুয়ে যায়
কষ্ট শুষে নেয় ।
যেমন রাতে, পাখিরা নীরবতা পান করে বুকের ভ্যান্টিলেটরে !
প্রান্তিক জসীম
২৯.৩.১৪

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।