আমাদের কথা খুঁজে নিন

   

নীরবতা

:)সম্পর্ক হল পাখির মত। শক্ত করে ধরলে মরে যায় আর হালকা করে ধরলে উড়ে যায়। নিষ্পাপ শব্দগুলো যখন ক্লান্তিতে হারিয়ে যায় গভীর থেকে গভীরে ফেলে আসা কিছু কথা যখন বলতে যেয়ে থেমে যেতে হয় কেপে কেপে উঠে ভুলে যেতে হয় পুরনো ঘুণে ধরা কিছু স্মৃতি- তখনই জন্ম আমার। আমি শুধু থেমে থাকা আর ভুলে থাকা। জমে থাকা গাছের পাতা গুলো উত্তর এর শীতল হাওয়ায় যখন পাগলের মত দুলতে থাকে তখনও আমি নিথর নিস্তব্ধ যেন, একটা মরিচা পরা লোহার পাত পরে থাকি ফাকা রাস্তায় চাঁদের আলোতে ঝকঝক করি না মনিমুক্তার মতন। যতক্ষণ না ওই ছন্নছাড়া টোকাই এর দল খুজে পায় আমাকে, আমি মূল্যহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।