আমাদের কথা খুঁজে নিন

   

নীরবতা

আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য কত কিছু লাগে তা এই আমি জানি না কিন্তু তুমি আমাকে বদলে দিতে পারতে আর তুমি তা করে দেখিয়েছ তোমার চলে যাওয়া আমাকে সেই পরিবর্তন করে দেখিয়েছে । পুরনো সেই চঞ্চল আমি থেকে নিথর , নিশ্চুপ আমি করে দিয়েছে যেই আমি এখন কৃত্রিমতায় সুখ পাখি খোঁজে বেড়াই । সেই আমি যেন আজ বেঁচে থেকেও মৃত । যেখানে প্রাণ তো আছে কিন্তু প্রানের যেন স্পন্দন থেমে আছে ।

সত্যিই সেই আমি থেকে আজ তুমি এই আমি তে বদলে দিয়েছ । রাতের নীরবতা আর অন্ধকার যেন এই আমি কে বুকে আগলে রেখেছে । যেখানে শুধু নেই সুখ নামের কোন চিহ্ন যেখানে নিজের স্বপ্ন গুলো যেন এক অজানা কষ্ট । যেখানে আছে ফিরে পাওয়ার এক অবাস্তব কল্পনা । যেখানে আছে অফুরন্ত সময়ের এক অপেক্ষা ।

জানি না এত প্রশ্ন কেন এই ভাঙ্গা মনে জেগে উঠে , কেন মনের আকাশের সূর্য আজ চিততরে অস্ত গিয়েছে ? কেন আজও আমি কিছু অপ্রত্যাশিত স্বপ্ন কে নিয়ে বেঁচে আছি ? কেন ভালোবাসা নামক কাল বৈশাখী ঝড় টাকে আমার জীবনে মেনে নিতে পারি না । ইমরান নীল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।