আমাদের কথা খুঁজে নিন

   

টেম্পলার এবং ফ্রীম্যাসন by হারুন ইয়াহিয়া (৯ম কিস্তি)


১ম থেকে ৮ম

মানুষের মত শয়তানও আল্লাহ্‌র সৃষ্টি এবং সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণাধীন। কাউকে প্রভাবিত করার কোন নিজস্ব ক্ষমতা তার নেই যা আরেকটি আয়াতে বর্ণিত হয়েছে
“যারা ঈমানদার তারা যে, জেহাদ করে আল্লাহর রাহেই। পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা জেহাদ করতে থাক শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে, (দেখবে) শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। ” (সুরা নিসা, আয়াত ৭৬)

আল্লাহ্‌ শয়তানকে সৃষ্টি করেছেন মানুষের জন্য পরীক্ষাস্বরূপ এবং অবিশ্বাসী ও শয়তানের অনুসরণকারীদের জন্য রয়েছে জাহান্নাম এবং তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যারা আল্লাহ্‌ নির্দেশিত পথে চলে।
শয়তানের প্রতি আল্লাহ্‌র উক্তি কুরআনে লিপিবদ্ধ আছে যে
“আল্লাহ বলেনঃ চলে যা, অতঃপর তাদের মধ্য থেকে যে তোর অনুগামী হবে, জাহান্নামই হবে তাদের সবার শাস্তি-ভরপুর শাস্তি।

তুই সত্যচ্যুত করে তাদের মধ্য থেকে যাকে পারিস স্বীয় আওয়ায দ্বারা, স্বীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ কর, তাদের অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততিতে শরীক হয়ে যা এবং তাদেরকে প্রতিশ্রুতি দে। ছলনা ছাড়া শয়তান তাদেরকে কোন প্রতিশ্রুতি দেয় না। আমার বান্দাদের উপর তোর কোন ক্ষমতা নেই আপনার পালনকর্তাই অভিভাবক হিসেবে যথেষ্ট” (সুরা বনী ইসরাইল আয়াত ৬৩-৬৫)
কুসংস্কারের চর্চা টেম্পলারদেরকে আরও অনাচারের দিকে ঠেলে দেয়। সমকামিতাকে নাইটদের মধ্যে বৈধ করা হয়েছিল। ফ্রান্সে টেম্পলারদের বিচার চলাকালীন সময়ে দেখা যায় যে বিকৃত যৌনাচার টেম্পলারদের ভিতর ব্যাপকভাবে প্রচলিত ছিল।


এই সকল বিকৃত বিশ্বাসের ফলস্বরূপ টেম্পলাররা খ্রিষ্টান নৈতিক বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করত পার্থিব ভোগ লালসা চরিতার্থ করার জন্য এক সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন সংঘে পরিনিত হয়।
এখানে বিবৃত টেম্পলারদের আদর্শ পরবর্তীতে ফ্রীম্যাসনারীরা উত্তরাধিকারসূত্রে বয়ে নিয়ে চলে যা নেপথ্যে থাকা ক্ষমতা লোভীদের গুপ্ত আদর্শ হিসেবে পুরুষানুক্রমে চলে আসছে। ধর্মের সাথে সাংঘর্ষিক বিশ্ব বিস্তৃত এই দর্শনের স্থপতি এবং ধারকরা সেই অভিশপ্ত সংঘের উত্তরাধিকারী এবং শয়তানের একনিষ্ঠ সেবক বৈ কিছু নয়।

পবিত্র কুরআনে আল্লাহ্‌ সতর্কবাণী উচ্চারণ করেন সুরা নুরের ২১ নং আয়াতে
“হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে।

যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আল্লাহ সবকিছু শোনেন, জানেন। ”
 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।