আমাদের কথা খুঁজে নিন

   

গাইড ছাড়া চড়া যাবে না এভারেস্টে

বিদেশী পর্বতারোহীরা মাউন্ট এভারেস্টের বুকে আর একলা অভিযান করতে পারবেন না। শীঘ্রই এই মর্মে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে নেপাল সরকার। সেক্ষেত্রে তাঁদের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে গেলে, স্থানীয় গাইড নিতে বাধ্য করা হবে। এমনটাই জানিয়েছেন নেপালের পর্বতারোহন সংস্থার সভাপতি।

তিনি আরও জানান, হিমালয়ের বুকে দুর্ঘটনা রুখতেই এধরণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে নেপাল সরকারের এই প্রস্তাবে বেজায় চটেছেন ভিন দেশের পর্বতারোহীরা। তাঁদের দাবি, এর ফলে এভারেস্ট অভিযানের চ্যালেঞ্জটা অনেকটাই ফিকে হয়ে যাবে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।