আমাদের কথা খুঁজে নিন

   

দুর্গম স্থানেও ইন্টারনেট দেবে ফেসবুক

স্যোশাল মিডিয়া ফেসবুক সম্প্রতি বিশ্বের উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোতে স্যাটেলাইট ও ড্রোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে। এটি প্রতিষ্ঠানটির একটি উচ্চাকাঙ্ক্ষী ও ব্যয়বহুল প্রকল্প হতে যাচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সামাজিক যোগাযোগ মাধ্যমটি বৃহস্পতিবার জানিয়েছে, তারা নাসার জেট প্রপালশন ল্যাব থেকে অ্যারোস্পেস ও যোগাযোগ বিশেষজ্ঞদের এ ‘কানেক্টিভিটি ল্যাব’ প্রকল্পে নিয়োগ দিয়েছে।

ফেসবুকের সিইও মার্ক জোকারবার্গ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘আজ আমরা ফেসবুকের কানেক্টিভিটি ল্যাবের বিষয়ে কিছু বিস্তারিত তথ্য জানাচ্ছি।

আমরা ড্রোন, স্যাটেলাইট ও লেসার ব্যবহার করে প্রত্যেক স্থানে ইন্টারনেট পৌঁছে দেব। ’

তবে এ প্রকল্পের কয়েকটি বিষয় জানালেও তিনি এর নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কোনোকিছু জানাননি। সোশ্যাল নেটওয়ার্ক প্রতিষ্ঠানটির পরিকল্পনায় রয়েছে বিশ্বের একশ’ কোটি ইন্টারনেট বঞ্চিত মানুষের মাঝে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া। এদের বড় অংশ রয়েছে আফ্রিকা ও এশিয়ায়।

এ ঘোষণার পর পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম ২৮ সেন্ট বেড়ে গেছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.