আমাদের কথা খুঁজে নিন

   

কয়েন উপহাস

মুদ্রার এক পিটে ছিল পৃথিবী
অন্যদিকে তুমি,
ঈশ্বরও চেয়েছিলেন আমি জিতে ফিরি
হলভর্তি দর্শকের সামনে শূন্যে কয়েন ছুঁড়ে জিতেছিলাম পৃথিবীকেই
আমি মেনে নিতে পারিনি
তিনবার শূন্য থেকে তোমাকে জিতেছি ।
আমি পৃথিবীর সুখী দিনগুলো ফেলে দিয়েছিলাম মুহূর্তেই
অমরত্বের দিকেও আমি যেতে চাইনি !
আমার একটা জীবন কেটে গেল তোমার কাছে যেতে ।
ইদানীং নিজেকে আমার একেবারেই ভাল লাগছে না
রোজ রোজ ব্যর্থ মানুষ দেখতে বিরক্তিকর ঠেকে
ব্যর্থ মানুষকে যেমন স্বামী হিশেবেও মেনে নেয় না কোন বউ !

আমি কত ভালবাসা পথে ফেলে চলে গেছি
কত ফুল
কত ঘাস মাড়িয়ে পথ অবহেলায়
আমি কেবল তোমার কাছে পৌঁছতে চেয়েছিলাম সারাজীবন !
আমিও ছিলাম ঘাস
আমিও ছিলাম পথের ধুলোকুঁজো ফুল
তুমিও নির্বিকার হেঁটে চলে গেছ মাড়িয়ে সেসব !!
সমুদ্রের ধারালো বালি যত মুঠোবন্ধী করতে যাই
কেবল ফসকে যায়
কেবল বেরিয়ে আসে ইত্যকার লোভের মত
কিংবা চিরায়ত তুমি যেন
ইদানীং আমি শূন্যে কয়েন ছুঁড়ে দেখি বারংবার
কেবল ওঠে আস তুমি
দূরে দাড়িয়ে পৃথিবী কেবল নর্তকীর মত অট্টহাসে ।
৩০ মার্চ ২০১৪
১৬ চৈত্র ১৪২০

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।