আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনের দুই সাংবাদিককে মুক্তি দিলো আল-কায়দা

গত বছর জিম্মি করা স্পেনের দুইজন সাংবাদিককে আল-কায়দা সংশ্লিষ্ট একটি দল মুক্তি দিয়েছে। এ খবর জানা গেছে স্পেনের সংবাদপত্র দৈনিক এল মুন্দো থেকে।

পত্রিকাটি তার ওয়েবসাইটে জানায়, 'এল মুন্দের মধ্যপ্রাচ্যের সংবাদদাতা জ্যাভিয়ার এস্পিনোসা পত্রিকাটির বার্তাকক্ষে ফোন দিয়ে জানায়, তাদের মুক্তি দেয়া হয়েছে এবং তুর্কি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 'এস্পিনোসা এবং তার সহকর্মী ফ্রিল্যান্স চিত্রগ্রাহক রিকার্ডো গার্সিয়া ভিলানোভাকে তৃতীয় স্প্যানিশ সাংবাদিকসহ গত সেপ্টেম্বরে তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তের একটি চেকপয়েন্ট থেকে অপহরণ করা হয়। তিনজনকেই দেশটি ছেড়ে চলে যেতে প্রচেষ্টা চালানো হয়েছিল।

মুক্তি পাওয়া দুই সাংবাদিকের শারীরিক অবস্থা এবং অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেছিল কি-না কিংবা কোনো ধরনের মুক্তিপণ দেয়া হয়েছিল কি-না তা এখনও জানা যায়নি। জিম্মিকারীরা ইসলামী রাষ্ট্র ইরাকের আল-কায়দার একটি শাখা ও সিরিয়ার জিহাদি  দলের সঙ্গে সংযুক্ত। তৃতীয় অপহরণকৃত সাংবাদিক কাতালান দৈনিক এল পেরিওডিকো এর সংবাদদাতা মার্ক মার্জিনেদাসকে এই মাসের প্রথম দিকে মুক্তি দেয়া হয়। নয় মাস আগে ফ্রান্সের চার সাংবাদিককে অপহরণ করা হয়। ধারণা করা হচ্ছে তাদের সিরিয়ায় রাখা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.