আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় শুরু হতে যাচ্ছে স্মার্টফোনের মেলা ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪’

খুব বেশিদিন হয়নি স্মার্টফোন ডিভাইসগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প সময়েই ফিচার ফোন এবং ল্যাপটপের জায়গা দখল করে নিয়েছে অসংখ্য ফিচার সমৃদ্ধ স্মার্টফোন এবং ট্যাবলেট। তাই আকর্ষনীয় সব স্মার্টফোন এবং ট্যাব হাতের কাছে পরখ করে দেখতে এবং কিনতে দ্বিতীয়বারের মত আয়োজিত হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হবে এ মেলাটি, আয়োজক এক্সপো মেকার।   চলবে ৩ থেকে ৫ এপ্রিল, ২০১৪ পর্যন্ত।


প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে মেলায় প্রবেশ করা যাবে। মেলা প্রাঙ্গণে ‘মোবাইল অ্যাপস : অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ’, ‘মোবাইল ওয়ালেট : দ্য স্মার্ট ব্যাংকিং’; ‘মাই ডিভাইস, সিকিউরড ডিভাইস’ ও ‘ট্রান্সফরমেশন অব দ্য গ্যাজেট : হোয়াট দ্য নেক্সট?’ শীর্ষক চারটি সেমিনার ও "মোবাইল অ্যাপ ডেভেলপার হতে করণীয়" নিয়ে অনুষ্ঠিত হবে কর্মশালা।
মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ৮টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শিত হবে। প্রদর্শনীর পাশাপাশি অ্যাপ্লিকেশন জোনে ৫টি স্টলে অ্যাপ্লিকেশন নির্মাতারা তাঁদের অ্যাপ্লিকেশন প্রদর্শন করতে পারবেন।
তিনদিনব্যাপী মেলার এ আয়োজনে ডেভসটিম ইনস্টিটিউটের স্টলে আমরা থাকবো পুরোটা সময়, পাশাপাশি থাকবেন আমাদের সফল শিক্ষার্থীরাও।

আপনাদের জন্যে আমাদের পক্ষ থেকে থাকবে অনস্পট কুইজের পাশাপাশি বেশ কিছু আকর্ষণীয় অফার।
আপনি আসছেন তো?

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।