আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের সেমিতে ওঠার লড়া

ধীরলয়ের বোলিংয়ের শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চন্ডিমল। কর্তন করা হয়েছে তার ম্যাচ ফির ৫০ শতাংশ। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচ। তাই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারছেন না চন্ডিমল। তার জায়গায় অধিনায়কত্ব করবেন ফাস্ট বোলার ল্যাসিথ মালিঙ্গা। অধিনায়ক হিসেবে মালিঙ্গার এটাই অভিষেক ম্যাচ। টি-২০ বিশ্বকাপের গ্রুপ-১ থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দুই দলকেই জিততে হবে আজ। জয়ের বিকল্প নেই দুই দলের। তাই জয়ের জন্য মরিয়া হয়েই নামবে দ্বীপরাস্ট্র ও ব্ল্যাক ক্যাপসরা। চূড়ান্ত পর্বে দুই দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। তাতে দুই দলেরই জয় দুটি করে। দক্ষিণ আফ্রিকা তিন জয়ে গত পরশু নিশ্চিত করেছে সেমিফাইনাল। এখন গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা নিতে নামছে দ্বীপরাস্ট্র ও ব্ল্যাক ক্যাপসরা। দুই দল এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছে ১২ বার। ৫ বার করে জিতেছে উভয়েই। টাই হয়েছে এক ম্যাচ। তাও আবার গত আসরে। দুই দল ১৭৪ রান করে করেছিল আসরে। পরে এক ওভারে নির্ধারিত ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া একটি খেলা হয়নি। চূড়ান্ত পর্বে দ্বীপরাস্ট্র শুরু করেছিল ফেবারিট প্রোটিয়াসদের হারিয়ে। দ্বিতীয় ম্যাচে টি-২০ বিশ্বকাপের সর্বনিম্ন রানে (৩৯) গুটিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে যায় ইংল্যান্ডের কাছে। বিপরীতে ব্ল্যাক ক্যাপসরা ডেল স্টেইনের বিধ্বংসী বোলিংয়ে হেরে যায় ২ রানে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ডাকওয়ার্থ লুইস (ডিএল) মেথডে। তৃতীয় ম্যাচে হারায় ডাচদের। দুই জয়ে দুই দলের পয়েন্ট সমান। কিন্তু রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা। কিন্তু আজকের ম্যাচে রানরেট কোনো প্রভাবই ফেলবে না। আজ আরও একটি ম্যাচ রয়েছে গ্রুপের। দুই ম্যাচ হেরে আসর থেকে ছিটকে পড়া ইংল্যান্ড খেলবে আরেক ইউরোপীয় প্রতিনিধি নেদারল্যান্ডসের বিপক্ষে। তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে ডাচরা। সুতরাং এই ম্যাচের ফেবারিট ইংল্যান্ড কোনো সন্দেহ নেই।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.