আমাদের কথা খুঁজে নিন

   

ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ৮ কেন্দ্রে ভোট স্থগিত

ভোট শুরুর আগেই ব্যালট পেপার ছিনতাই ও জোরপূর্বক সিল মারার ঘটনায় বরগুনার সাতটি এবং ঘাটাইলে একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন সচিবালয় (ইসি)।

আজ সোমবার সকাল ৮টায় বরগুনার আমতলী উপজেলায় ভোটকেন্দ্র দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

আমতলী উপজেলার সাতটি স্থগিত কেন্দ্র হচ্ছে- ৬, ৭, ৮, ৯, ১০, ১২, এবং ৩৯। এ কেন্দ্রগুলোতে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রবিবার রাতে ব্যালট বাক্স ছিনতাই হওয়ার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.