আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ ভোটের ব্যালট বনাম কিছু কথা

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।

প্রতি বারই দেখা যায় সাধারণ মানুষের ভোটে জয় হয় সরকার আর কথা বলে সরকারী, আধা সরকারী, স্বয়েত্বশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য সেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের কতটুকু প্রতিশ্রুতি থাকে তা সহজেই অনুমেয়। তার উৎকৃষ্ট প্রমান উত্তরা পুর্বাচল প্লট নিয়ে সৃষ্ট সাধারণ মানুষের অনিশ্চয়তা, শুধু তাই নয় ক্ষমতায় গিয়ে সরকারী আধা সরকারী, স্বয়েত্বশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ভাতা বৃদ্ধি, সুযোগ সুবিধা বাড়ানো, সপ্তাহে ২ দিন ছুটি, এসব নিয়েই ৫ বৎসর কাটিয়ে দেন। অথচ এদেশে সাধারণ মানুষের জন্য নেই কোন সুষ্ঠ নীতিমালা, এতদিনেও তৈরী পোশাক শ্রমিকদের জন্যে নেই সঠিক কোন সরকারী সিদ্ধান্ত, বেতন স্কেল, সুযোগ সুবিদা, আর যা আছে তা সঠিক ভাবে মেনে চলা হচ্ছে কিনা তা দেখার কেউ নেই। তাই এসব দিক বিবেচনা করে আমি আমার ক্ষুদ্র ঞ্জানে একটি প্রস্তাব পেশ করছি ভোটের ব্যলট পেপার তিন রঙ্গের করা হোক এক রং সরকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য আর এক রং আধা সরকারী, স্বয়েত্বশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং শেষের রং সাধারণ মানুষের জন্য তারপর দেখুন কাদের কথা আপনি বলবেন। পুনশ্চঃ এলেখা কাউকে খাটো করে দেখার জন্যে নয় সমতা বিধানই এ অধমের প্রয়াস।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।