আমাদের কথা খুঁজে নিন

   

চেতনা কি তবে দলীয় সম্পত্তি? দেশপ্রেমের আসল মানে কি?

তাহাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলিবার অধিকার কাহারো নাই। তাহারাই আসল দেশপ্রেমিক। অন্যভাবে বলিলে, বলিয়া ফেলা যায়, তাহাদের বিশেষস্থানে আঘাত না লাগা পর্যন্ত তাহারা দেশপ্রেমিক। খালেদা জিয়া কিংবা তাহার সুপুত্র কহিলেন, দেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান! এহেন মিথ্যাচারে তাহাদের মনে ব্যাথা বাজিলো। তাহারা মতিকণ্ঠ এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়া জিয়াউর রহমানের নামে ওহী নাজিল করিতে লাগিলো। পারিলে জিয়াউর রহমানকে খুঁজিয়া বাহির করিয়া আরেকবার শহীদ করিয়া দেয়! মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের বিরুদ্ধে, একজন বীর প্রতীকের বিরুদ্ধে ঝাঁপ দিয়া পড়া, তাহাকে নিয়া ঠাট্টা তামাশা করাই প্রকৃত দেশপ্রেম! উনি কি দাবী করিয়াছিলেন, উনি দেশের প্রথম রাষ্ট্রপতি? তাহলে উনাকে গালি দিয়ে ওহী নাজিল করছেন কেন? দেশপ্রেম দেখাতে নাকি দলপ্রেম দেখাতে? সাধু সাবধান! যে নোংরা খেলা তোমরা শুরু করিয়াছো, তাহার জবাবটা ভয়াবহ হইতে পারে। আজকে মতিকণ্ঠ জিয়াকে নিয়া হাস্য তামাশা করছে, কালকে চটিকণ্ঠ বঙ্গবন্ধুকে নিয়া তামাশা করিবে। আর তোমরা ফেসবুক স্ট্যাটাসে অত্যধিক লাইক কামাইয়া এবং ব্লগে ব্যাপক হিট হইয়া, সংবেদনশীল স্থানে হাত বুলাইয়া নিজেদের দেশপ্রেমিক মনে করিবা! দেশকে যদি ভালোইবাসো, সত্যিকারের ভালোবাসাটুকু বাইসো। কাহারো পদলেহন করিয়া, নিজেকে জ্ঞানী ভাবিওনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।