আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুর থেকে সীতাকুণ্ডু : ফকিরন্নীদের মৃত্যুরহস্য

গাজীপুরে ওরা যখন কালভার্টের স্ল্যাব চাপা পড়লো তখন সীতাকুণ্ডে ওরা সবে কাজে এসেছে...গাজীপুরের ওরা যখন মরে গিয়ে টিভির সদ্যসংবাদ স্ক্রলে স্থান পেয়েছে সীতাকুণ্ডের ওরা তখন সবেমাত্র বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছে...বিকেল নাগাদ গাজীপুরের ওরা টিভির সংবাদ স্ক্রল থেকে হারিয়ে গেলো, সেই স্থানে যোগ হলো সীতাকুণ্ডের ওদের নাম...এমনই হয় প্রতিদিন, প্রতিনিয়ত...
আজ (বৃহস্পতিবার) সকালে গাজীপুরের কাপাসিয়ার বরুন বাজারের পাশের হেওলা খালের ওপর কালভার্টের সংস্কার কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ শ্রমিকরাসহ ওই কালভার্টের মাঝখানের কিছু অংশ ধসে নিচে পড়ে। এতে ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই চার শ্রমিকের মৃত্যু হয়। আবার আজ দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে পরিত্যক্ত জাহাজে কাজ করার সময় একটি গ্যাস সিলিণ্ডারের বিস্ফোরণে বিষক্রিয়ায় মারা যান চারজন শ্রমিক।
গাজীপুরেও ৪ সীতাকুণ্ডেও ৪... ওদের পরিচয় ওরা শ্রমিক...ভদ্রলোকদের ভাষায় ফকিরন্নীও বলতে পারেন... প্রতিদিনই এভাবে মরে ওরা...এর আগেও তো সাভারে মরেছিলো হাজারে হাজার...তবুও এখনো বিচার হয়নি... তবে তদন্ত কমিটি হয়েছে!!! কী আজব তাই না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.