আমাদের কথা খুঁজে নিন

   

ঢোলের বাদ্য


শহীদুল ইসলাম প্রামানিক

জগাই, মগাই ঝগড়া করে
করছে গন্ডগোল
মগাই বলে কঠিন কাজ ভাই
ঘন তালের ঢোল।

জগাই বলে কে বলেছে
ঢোল বাজানো শক্ত
ঢোল বাজাতে ঝড়ে কি আর
গায়ের তাজা রক্ত?

বাড়ি দিলেই বাজে যে ঢোল
দেখছি সারা জীবন
ঢোল বাজাতে লাগে না তো
মুনি ঋষির মন।

এই না বলে জগাই তখন
ঢোলের কাছে গিয়ে
মনের সুখে নাচতে থাকে
ঢোলটি কাঁধে নিয়ে।

ঢোলের বাদ্য যেমনই হোক
দিয়ে ঢোলে বাড়ি
বলল হেসে ‘দেখনা চেয়ে
আমিও বাজাতে পারি’?

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।