আমাদের কথা খুঁজে নিন

   

ঢোলের বাড়ি কৌশিক আর মিথীলা নাটক



ভাইরা কৌশিক দিল ঢোলের বাড়ি আপনারাও নাচা শুরু করলেন। একটা বই বাইর করা কি মিথিলা বানানো। বই মেলার সময় আছে এক সপ্তাহর মত আর আপনারা বই ছাপাবেন। কৌশিক একটা সপনবাদী চাপাবাজ। ওরে পাবলিশিং হাউজের নাম জিগান।

এডিটর কে জিগান। বিক্কির টাকা কই যাবোজিগান। পাবলিশিং রাইট জিগান। বাংলাদেলে লেখক আর কবি কাউয়ার চেয়ে েেবশী। কত লেখক হাজার লিখা পানি পায়না।

আর আপনারা কৌশিকের ঢোলের বাড়ি তে নাচা দিলেন। এই লোকরাই তো মিথীলা বানায়। রুপা বানায়। পাসওয়র্াড নাটক লেখে নগন ছবি রাখে। আবার আন্দেলন করে মডুরামৈর বিরুদেব কৌশিক দিল ঢোলের বাড়ি আপনারাও নাচা শুরু করলেন।

কৌশিক রাগ ইমন তোমারসম্পর্কে যা বলে এবং তুমি থীলা নাটকের পরিচালক। কৌশিক বয়স বাড়ছে। আর কত?এইসব চাপাবাজি রাগুর লগে কর। বই মেলার সময় লেখকরা পয়সা বাদ দিয়া এডিটর গিরি করব। চাপাবাজি আর কত?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।