আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয়

গত সপ্তাহে অ্যাস্টন ভিলাকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল দলটি।

শনিবার প্রতিপক্ষের মাঠে ইউনাইটেডের জয়ের নায়ক জোড়া গোল করা মিডফিল্ডার হুয়ান মাতা।

ম্যাচের শুরুটা কিন্তু ভালো হয়নি ইউনাইটেডের। দ্বিতীয় মিনিটে নিউক্যাসলের এক মিডফিল্ডার সহজ সুযোগ নষ্ট না করলে পিছিয়েই পড়তো ম্যান ইউ। পরের ১০ মিনিটে আরো কয়েকটি আক্রমণ করে স্বাগতিকরা কিন্তু সাফল্য মেলেনি।



তারপরই এলমেলো ফুটবল খেলতে শুরু করে দুই দল। অবশ্য ঐ ছন্দহীন ফুটবলের মাঝেই ৩৯ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে ইউনাইটেডকে এগিয়ে দেন মাতা।

৪৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল অতিথিরা কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেস।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য ছন্দ ফিরে পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে ব্যবধান বাড়াতেও দেরি করেনি তারা।

৫০তম মিনিটে হার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মাতা।

আর ৬৫ মিনিটে মিডফিল্ডার শিনজি কাগওয়ার পাস থেকে তৃতীয় গোল করে জয়টা নিশ্চিত করে ফেলেন হার্নান্দেস। সবশেষে ‘ইনজুরি’ সময়ে মাতার পাস থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন বেলজিয়ামের মিডফিল্ডার আদনান ইয়ানুজাই।

এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠ স্থানে উঠে এসেছে কোচ ডেভিড ময়েসের দল।

শনিবার প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে সাউথহ্যাম্পটনকে হারিয়েছে।



ইপিএলে দিনের অন্যান্য ম্যাচে ফুলহ্যাম ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে, ক্রিস্টাল প্যালেস ৩-০ গোলে কার্ডিফ সিটিকে, হাল সিটি ১-০ গোলে সোয়ানসি সিটিকে ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন একই ব্যবধানে নরিচ সিটিকে হারিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.