আমাদের কথা খুঁজে নিন

   

অঘটনের শিকার দুই ম্যানচেস্টার

অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে দু-দুবার এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরেছে ম্যান সিটি। আর ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হার মেনেছে স্বাগতিক ম্যান ইউ। লিগে ম্যান ইউ’র এটা টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় হার। আগের ম্যাচেই ম্যান সিটির কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। আর ম্যান সিটির দ্বিতীয় হার।

৬টি করে ম্যাচ খেলে ম্যান সিটির ১০ এবং ম্যান ইউ’র ৭ পয়েন্ট।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৫৪ মিনিটে ফরাসি মিডফিল্ডার মর্গান অ্যামালফিতানোর গোলে পিছিয়ে পড়লেও তিন মিনিট পর ম্যান ইউকে সমতায় ফেরান স্ট্রাইকার ওয়েইন রুনি। কিন্তু ৬৭ মিনিটে বুরুন্ডির স্ট্রাইকার সাইদো বেরাহিনোর গোলে আবার পিছিয়ে পড়ার পর আর সমতা ফেরাতে পারেনি ইপিএলের সফলতম দলটি। ম্যান সিটির হতাশা আরো বেশি। বিরতির ঠিক আগে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরের গোলে এগিয়ে যায় তারা।

কিন্তু দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে হেরে যায় ম্যান সিটি। ৫১ মিনিটে মরক্বোর মিডফিল্ডার করিম এল আহমাদির লক্ষ্যভেদে সমতায় ফেরে স্বাগতিকরা। পাঁচ মিনিট পর ম্যান সিটিকে আবার এগিয়ে দেন বসনিয়ার ফরোয়ার্ড এদিন জেকো। কিন্তু ৭৩ ও ৭৫ মিনিটে ডেনমার্কের মিডফিল্ডার লিয়ান্দ্রো জোনস ও অস্ট্রিয়ান ফরোয়ার্ড আন্দ্রেয়াস ভেইমানের গোলে জয় নিশ্চিত হয়ে যায় অ্যাস্টন ভিলার। অন্যান্য ম্যাচে সাউথ্যাম্পটন ২-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে, হাল সিটি ১-০ গোলে ওয়েস্ট হ্যামকে এবং কার্ডিফ সিটি ২-১ গোলে ফুলহ্যামকে হারিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।