আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধকোটি টাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

দীর্ঘ ১২ বছর পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সবুজ বেষ্টনীর ভেতরে থাকা অবৈধ স্থাপনা, জুয়ার আসর ও আশপাশের অবৈধ দোকানসহ একাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রায় অর্ধকোটি টাকার এ জায়গাটি দখলমুক্ত করতে পূর্বাঞ্চলীয় জিএমসহ বিভিন্ন দফতর থেকে একাধিক নোটিস দেওয়া সত্ত্বেও দখলদাররা অন্যত্র সরে না যাওয়ায় জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটানা প্রায় ৩ ঘণ্টার অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল বেলা ১১টায় এ অভিযান শুরু হয়। একই সঙ্গে অবৈধ বিভিন্ন বিলবোর্ডও উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে কেন্দ্রীয় রেল শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক এম আর মনজু প্রাণান্তকর ব্যর্থ প্রচেষ্টা চালায়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.