আমাদের কথা খুঁজে নিন

   

একটু খানি চুল্কানি অতঃপর...................

কয়দিন আগে প্রথম আলোকে দেয়া সাকিব আল হাসানের ইন্টারভিউ নিয়ে নাকি র্বোড ভেজায়-নাখোশ। র্বোড নাকি অভিমান করেছে,

কাহিনী কি ?

র্বোড এরকম কথায় কথায় অভিমান করে কেন? র্বোড কি ছোট্ট বাবু ? ডেইলি ডেইলি ডানো দুধ খায় য়ার কথায় কথায় অভিমান করে।

র্বোড অভিমান করার আমি একটা কারন খুঁজে পাইছি...

সাকিব কে একটা প্রশ্ন করা হইছিল : সার্বিকভাবে ক্রিকেটের উন্নতিটা যে এক জায়গায় থমকে যাচ্ছে, সে দায়টা কার?

উত্তরে সাকিব বলে : ক্রিকেট-সংশ্লিষ্ট সবারই...সেটা নির্বাচক বলেন, কোচ বলেন, বোর্ড সভাপতি বলেন, বোর্ড সদস্য বলেন বা আমরা খেলোয়াড়দের। সবারই নিজেদের জায়গা থেকে কিছু করার আছে। নির্দিষ্ট কাউকে দায়ী করা যাবে না।

সব জায়গা যখন ঠিক হবে, তখন আমাদের দলটাও ভালো হবে।

আমার মনে হয় সাকিবের এই কথাই হল র্বোড অভিমান করার মূল কারন।

অতিসত্য কথা আসলে হজম হতে চায় না , র্বোড এর বদহজম হইছে । তাই র্বোড অভিমান করে সাকিবের কাছে জানতে চাইছে,কেন সাকিব এমন ইন্টারভিউ দিল।

এর আগে সাকিব না হয় একটু চুল্কাইল আর তাতেই আপনাদের দিল-ধরিয়ায় উথাল-পাথাল শুরু হইল, দিলেন জরিমানা আর ৩ ম্যাসের জন্য নিসিদ্ধ করে।



একটা নিউজ পেপারে টাইটেল দেখলাম এরকম : আবার নিসিদ্ধ হতে পারে সাকিব!!!!

এরকম শিরোনামের কোনো মানে হয় না , বাংলাদেশে আবাল,বলদ সাংবাদিকের অভাব নাই। এরা যে কি ভাবে সাংবাদিক হয় ??? কে এদের সাংবাদিক বানায়?

র্বোড যদি আবার সাকিব কে শাস্থি দেয়.....................। ।

তাহলে কিন্তু আমরা সাধারন মানুষরাও চুল্কানো শুরু করুম।

ব্যাপারটা টা কিন্তু খিয়াল কইরেন.....................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.