আমাদের কথা খুঁজে নিন

   

ফকির নয় সামান্য কথা -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

[৬৯]
ফকির নয় সামান্য কথা
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

ফকির নয় সামান্য কথা
সব থুইয়ে যার কিছুই নাই,
সুখ ছেড়ে হয় দুঃখের ভাগী
মুর্শিদ রূপে খুঁজে সাঁই -। ।

হাইয়্যুল কাইয়্যুম ফকিরী ধারা
লা-শরীকে করছে উড়া,
বিজাতী সাধন ছাড়া
ফকির হওয়ার আশা ছাই -। ।



ফকীর কি সহজে মিলে
কোটির মাঝে গুটি ফলে,
ফকীর আছে হোলে মালে
ফকীর আলী মালিক সাঁই -। ।

ফে, কাফ, ইয়া, রে
চার শ্রেণীতে ফকীর পড়ে,
হা হু হে চিকন সুরে
ত্রিবেণীতে খেলছে লাই -। ।

ফে ফাঁকা ফানাফিল্লাহ
কাফ কেনায়েত সবুরিল্লাহ,
ইয়াতে ইয়াদ ছালাতুল্লাহ
রে রিয়াজত রোজা পাই -।



ত্রিবেণীয়ার উজান বাঁকে
ফকীর ঘুরে ফাঁকে ফাঁকে,
তালাশ করে আপনাকে
আপন নামের দেয় দোহাই -। ।

লোকে বলে ফকীর আলী
ফকীরে কয় আলী আলী,
মারফত আলী বেলায়েত আলী
ফরিদ আলীর দেখা নাই -। ।



তাং ০৯/১১/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।