আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের নিরাপত্তা বলয়ে থাকবে সারাদেশ: আইজিপি

সারাদেশে আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪২১ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নিরাপদে উদযাপনের জন্য নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে পুলিশ।

আজ সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার এর সভাপতিত্বে বাংলা নববর্ষ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় নিরাপত্তার কথা জানানো হয়।

সভায় অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, এসবি'র অতিরিক্ত আইজিপি মোঃ জাবেদ পাটোয়ারী, এপিবিএন'র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, র‌্যাব'র মহাপরিচালক মোঃ মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেসুর রহমান, পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, জনগণ যাতে বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ নির্বিঘ্নে আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে জন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সর্তক থাকতে হবে। তিনি বর্ষবরণ অনুষ্ঠানস্থলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী সদস্যদের সহযোগিতা প্রদানের জন্য জনগণের সহায়তা কামনা করেন।

সভায় বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগরসহ সারাদেশে আয়োজিত বৈশাখী মেলা, অন্যান্য অনুষ্ঠান ও বর্ষবরণকে কেন্দ্র করে সকল জনসমাগমস্থলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানী ঢাকায় নববর্ষের বৃহৎ জনসমাগমস্থল রমনা পার্ক, মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সকল সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রমনা পার্কে ডিএমপি ও র‌্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

জরুরি উদ্ধার তৎপরতা চালানোর জন্য র‌্যাবের হেলিকপ্টার নিয়োজিত থাকবে। বড় বড় শপিং সেন্টার, মার্কেট, বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে হালখাতা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালসহ জনসাধারণের চলাচল স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ষবরণের নিরাপত্তামূলক কার্যক্রম সুষ্ঠু ও সার্বিক সমন্বয়ের জন্য পুলিশ সদর দপ্তর, সকল মহানগর, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হবে।  

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.