আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পকলায় ‘প্রমিথিউস’

‘প্রমিথিউস’ দলের ৩০তম প্রযোজনা। জাতীয় নাট্যশালার মূল হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চতুর্থবারের মতো মঞ্চস্থ হবে নাটকটি।
গ্রিক নাট্যকার এসখাইলোসের ‘প্রমিথিউস বাউন্ড’ নাটক অবলম্বনে বাংলায় ‘প্রমিথিউস’ রচনা করেছেন আনন জামান। নির্দেশনা দিয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান।
এ নাটকে প্রমিথিউস চরিত্রে অভিনয় করছেন জায়েদীন কামাল দীপু, সামিউল জীবন ও আবুল কালাম আজাদ।

কেন্দ্রীয় নারী চরিত্র ‘আয়ো’তে রূপদান করছেন পলি বিশ্বাস। এতে ‘ইনাকাস’ চরিত্রে অভিনয় করছেন মীর জাহিদ হাসান।
মীর জাহিদ হাসান গ্লিটজকে বলেন, “প্রমিথিউস চরিত্রের মাধ্যমে অন্যায়-অবিচার থেকে মানবের মুক্তির কথা বলা হয়েছে। ক্ষমতালোভী দাম্ভিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রমিথিউস। ”

১৯৮৩ সালের ১৪ জুলাই যাত্রা শুরু করে মহাকাল নাট্য সম্প্রদায়।

দলের প্রথম নাটক ‘এ লাশ রাখব কোথায়’। নাটকটি রচনা করেছেন রানা নাসের। নির্দেশনা দিয়েছিলেন আবদুল গনি খোকন।


বুধবার থেকে শিল্পকলায় শুরু হয়েছে চারদিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’। এর আয়োজক পদাতিক নাট্য সংসদ।

দলের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯১তম জন্মদিন উপলক্ষে এ নাট্যোৎসবের আয়োজন করেছে তারা।
২০১০ সাল থেকে শুরু হয়েছে তাদের এ আয়োজন।
উৎসবে পদাতিক নাট্য সংসদ, থিয়েটার বেইলী রোড, মহাকাল নাট্য সম্প্রদায়, সময়, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, হবিগঞ্জের জীবন সংকেত ও ভারতের অনিক থিয়েটার অংশগ্রহণ করছে। উৎসবে নাটকে অবদান রাখার জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও অভিনেতা আলী যাকেরকে ‘সৈয়দ বদরদ্দীন হোসাইন স্মারক সম্মাননা-১৪’ প্রদান করা হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।