আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পকলায় পালিত হল যুব ও পুতুল নাট্য দিবস

বৃহস্পতিবার বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবসে শিল্পকলার এই আয়োজনে সহযোগিতায় ছিল পিপলস থিয়েটার। জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় পিপলস থিয়েটারের ২৫০ অঙ্গ সংগঠন।  

অনুষ্ঠানের আলোচনা পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এস এম মহসীন।

সাংস্কৃতিক পর্বে পিপলস থিয়েটারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একক ও দলীয় গান, দলীয় নৃত্য, নাটিকা, জাদু, অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং ক্লাউন শো।

শুক্রবার পুতুলনাট্য দিবসে একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে বেলা ৩টায় অনুষ্ঠিত হয় গোলটেবিল বৈঠক।

বৈঠকের আলোচনার শিরোনাম ‘বাংলাদেশের পুতুল নাট্যশিল্পের সংকট ও সম্ভাবনা’।

বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, অধ্যাপক ড. রশীদ হারুন, কামালউদ্দিন কবীর, ফয়েজ জহির, পুতুল নাট্যশিল্পী বলরাম রাজবংশী ও জরিনা বেগম।

বৈঠক শেষে বিকাল সাড়ে ৫টায় একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের হয়। সন্ধ্যা ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হল লবিতে ছিল উন্মুক্ত পাপেট প্রদর্শনী। সাড়ে ৬টায় এই হলে আন্তর্জাতিক ‍পুতুল নাট্য দিবসের আলোচনা সভায় সম্মাননা জানানো হয় পুতুল নাট্যশিল্পীদের।

এরপর সাতক্ষীরার নিউ নিজাম ‍পুতুল নাট্যদল পরিবেশন করে তাদের কটি পুতুলনাট্য।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।