আমাদের কথা খুঁজে নিন

   

আসবে আলোর কন্ঠ

চোখ দুটো ক্লান্ত আমার
ক্ষুধার্ত এই মন,
ঘুমাবো না আজকে রাতে
করেছি এই পণ।

চেয়ারটাতে বসে থেকে
পা হয়েছে অবশ,
রাতে আমি কর্মঠ আর-
দিনের বেলায় অলস।

এই হাতেতে কলম-কাগজ
ধরেছি সেই কবে,
ফুল আঁকি তো ফটোশপে
ফুল ফুটে না টবে।

পিঠের উপর কাজের বোঝা
মাথায় যত দ্বন্দ্ব,
ভোরের আশায় আছি বসে
আসবে "আলোর কন্ঠ"!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।