আমাদের কথা খুঁজে নিন

   

লেখার সুত্রপাত

ইংরেজী M অক্ষর কে উল্টিয়ে দিলে W হয়, M অক্ষর দিয়ে Money শব্দ লিখা যায় আর Money দিয়ে টাকা বুঝায় যা দিয়ে অর্থ- সম্পত্তির মালিক হওয়া যায়। W অক্ষর দিয়ে Writer শব্দ লিখা যায় আর Writer অর্থ য়িনি লিখেন, তিনি লেখক বা কবি। কখনও কখনও আমার মনে হয় অর্থ- সম্পত্তির উল্টা হচ্ছে লেখালেখি বা লেখালেখি করা। আবার মনে হয় কবিতা, গল্প প্রবন্ধ লিখতে গেলে অর্থ সম্পদ মুখ ফিরিয়ে নিয়ে মানুষকে দেউলিয়া করে, কোন বিত্তশালী লোক লেখা-লেখি করে সময় কাটায় আমার এমনটি মনে হয় না্ আর লেখা-লেখি করে বেশী ভাগ মানুষই বিত্তশালী হয় এমনটিও মনে হয় না্। কবিতা, গল্প প্রবন্ধ লিখে মানুষ দেউলিয়া হয়ে পড়ে নিজে এই কথাটির সাথে একমত না হলেও আরও গরীব হওয়ার ভয়ে কবিতা, গল্প প্রবন্ধ লিখা বা লেখালেখি থেকে নিজে দূরে থাকার চেষ্টা করি।

তখন মনে হয় লেখার নেশা মানুষকে গৃহহীন অর্খহীন দুই করতে পারে আর এ সব জেনে যারা লিখেন তিনিই হতে পারেন কবি বা লেখক। আমার কথা ভিন্ন হাতে খানিকটা অবসর সময় পাওয়া গেলে, মনটা স্থির থাকলে দুই এক লাইন লেখার চেষ্টা করি।

লেখালেখিতে বেশ সময় ব্যয় হয় আর ঐ সময়টিতে অর্থ আয় বাধাগ্রস্থ হয়। সহজ ভাবে বলা যায় যে লেখা-লেখি অর্থ আয়ের সহায়ক ভালো পন্থা হয় না। কিন্তু যিনি লিখবেন তিনি বিত্তশালী হওয়ার জন্য লিখবেন নাকি দেউলিয়া হওয়ার জন্য লিখবেন তিনি এ সব কিছুই ভাবেন না তার মেধা প্রকাশ করার জন্য তিনি লিখেন সকল পাওয়া বা হারানোকে উপেক্ষা করে লিখেন।



কবি লেখকদের জীবন আর্থিক কষ্টে কাটে এমন অনেক উদাহরণ আছে আবার অনেক কবি লেখকদের মনের অনেক গভীরে থাকে অপ্রকাশিত কষ্ট, দুঃখ বা অসাহত্ববোধ।

জীবনকে উপভোগ করার জন্য জন্য অর্থের পাহাড় গড়ে ইচ্ছা মত বা পরিকল্পনা মত যারা জীবনকে উপভোগ করে জীবনের অর্থ খোঁজার চেষ্টা করেন, জীবনের অর্থ বুঝেন তাঁরাও এক ধরণের লেখক বা কবি। নানান অভিজ্ঞতা অজন করে তাঁরাও লিখে যেতে পারতেন বা অনেক পাঠক আছেন যারা শুধুই নানান বই পুন্তুক পড়েছেন নানান অভিজ্ঞতা অর্জন করেছেন কিন্তু তারা লিখেন না। আমার মনে হয় তারাঁও কবি বা লেখক তবে তারা পাথরের মত কবি বা লেখক, পাথরের ভিতরে শক্ত একটি পদার্থ ছাড়া আর কী আছে সাধারণ ভাবে আমাদের যেমন জানা নেই তেমন করে অর্থ ব্যয় করে জীবনকে উপভোগ করে যারা জীবনের অর্থ বুঝেছেন অনেক ব্ই পুস্তুক পাঠ করে অনেক কিছু জেনেছেন তাদের ভিতরে কি আছে আমাদের তা জানা নেই যদি তারা কিছু না লিখেন।

সংসারের আর্থিক কষ্ট, মনের ভিতরে গভীর কষ্ট ধারণ করেই শুধু লেখা যায় এমন কথা বলি না তবে কবি বা লেখক এদের ভীতরে থাকে এক ভিন্ন ধরনের কষ্ট, কষ্ট থেকে লেখার সুত্রপাত।

তাই হয়তো সকলের পক্ষ্যে লেখা সম্ভব হয় না, সকলে কবি, লেখক হন না। ।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.