আমাদের কথা খুঁজে নিন

   

ফেঁসে যাচ্ছেন মমতা প্রচারণায় প্রিয়াঙ্কা

নির্বাচন কমিশন (ইসি) সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বর্ধমান, বাঁকুড়া ও হুগলির বিভিন্ন জনসভায় ইসিকে নিয়ে বেফাঁস মন্তব্যের অভিযোগ উঠেছে। প্রমাণের জন্য সেই বক্তব্যের সিডিও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এদিকে কংগ্রেসের প্রভাবশালী নেতারা রাজীব গান্ধী তনয়া প্রিয়াঙ্কা গান্ধীকে দলের জন্য নির্বাচনী প্রচারণায় নামার অনুরোধ জানালে তিনি তা নাকচ করে দেন। প্রিয়াঙ্কা সাফ জানিয়ে দেন, তিনি নির্বাচনী প্রচারণায় নামবেন, তবে তা শুধু তার মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর জন্য।

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তা সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশসহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছিল নির্বাচন কমিশন। পক্ষপাতহীনভাবে কাজ না করার অভিযোগ ছিল ওই সব কর্মকর্তার বিরুদ্ধে। কিন্তু ইসির বদলির নির্দেশ উপেক্ষা করে মমতা ওই কর্মকর্তাদের বহাল তবিয়তে রাখতে চেয়েছিলেন। এর পরই কমিশনের সিদ্ধান্ত কার্যকর না করলে পশ্চিমবঙ্গে ভোট স্থগিত বা বাতিল করার হুমকি দেয় ইসি। হুমকির পর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তবে এবার অভিযোগ উঠেছে, বর্ধমান, বাঁকুড়া ও হুগলির বিভিন্ন জনসভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য দেন মমতা। হুমকি দিয়ে তিনি বলেন, ১৬ মে নির্বাচন পর্ব চুকে যাওয়ার পর নির্বাচন কমিশনকে দেখিয়ে দেবেন তিনি। এ ঘটনা জানার পর খেপে যায় নির্বাচন কমিশন। ঘটনা পরিষ্কার জানতে এবং এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে নির্বাচন কমিশন এ ঘটনার সিডি চেয়ে পাঠিয়েছে হাওড়ার জেলা প্রশাসকের কাছে। আর ঘটনা সত্যি হলে ফেঁসে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এদিকে ভারতের জাতীয় নির্বাচনে কেবল মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর জন্য প্রচার চালাবেন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচনী প্রচারের ব্যাপারে কংগ্রেসের অন্য কোনো নেতার অনুরোধে সাড়া দেবেন না তিনি। গতকাল দিলি্লতে স্বামী রবার্ট ভদ্রের সঙ্গে ভোট দেওয়ার পর এ কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে প্রিয়াঙ্কা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রায়বেরিলিতে মা সোনিয়া গান্ধীর ও আমেথি আসনে ভাই রাহুল গান্ধীর হয়ে নির্বাচনী প্রচার চালাবেন। বারানসি আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদির বিপক্ষে লড়বেন কংগ্রেসের প্রার্থী অজয় রায়।

অজয় জানান, প্রিয়াঙ্কা তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবেন বলে তিনি আশা করেন। গুজরাটের বরোদা আসনে মোদির বিপক্ষে লড়াই করছেন কংগ্রেসের আরেক প্রার্থী মধুসূদন মিস্ত্রি। তিনি জানান, প্রিয়াঙ্কা গান্ধী সমর্থন করলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। তবে এসব অনুরোধে সাড়া দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। রাজীব গান্ধী-তনয়ার জবাব, তিনি কেবল রায়বেরিলিতে মা সোনিয়া গান্ধী ও আমেথিতে ভাই রাহুল গান্ধীর জন্য প্রচার চালাবেন।

তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মায়ের সঙ্গে ছিলেন না প্রিয়াঙ্কা। এ জন্য তার স্বামী রবার্ট ভদ্র দায়ী বলে সমালোচনার ঝড় ওঠে। অনেকে মন্তব্য করেন, স্বামীর বিরোধিতার কারণেই মায়ের সঙ্গে যেতে পারেননি প্রিয়াঙ্কা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভদ্র বলেন, 'এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.