আমাদের কথা খুঁজে নিন

   

কালরাত্রি । (সত্য ঘটনা অবলম্বনে)

বাংলাদেশে মোট জমির প্লট সংখ্যা প্রায় পনের কোটি। ভূমি মন্ত্রণালয় বাংলাদেশের ভূমি সংক্রান্ত কাজের দায়িত‌ব পাইয়াছে। ভূমি প্রশাসনের জন্য ভূমি মন্ত্রণালয় এর মাঠ পয্ায়ে দেশ ব্যাপী অফিস আছে। ইউনিয়ন পয‍ায়ে ইউনিয়ন ভূমি বা তহশিল অফিস, ঊপ জেলা পয‍ায়ে সহকারী কমিশনার ( ভূমি) অফিস, জেলা পয‍ায়ে জেলা প্রশাসক বা কালেক্টরেট বা ডিসি অফিস এবং জোনাল সেটেলমেন্ট অফিস আছে।
বিভাগীয় পয‍ায়ে বিভাগীয় কমিশনার অফিস এবং ঊপো-ভূমি সংস্কার কমিশনার অফিস আছে।

জাতীয় পয‍ায়ে ভূমি রেকর্ড ও জরিপ ওঢীডোপ্টোড়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি আপিল বোর্ড আছে।
ভূমি মন্ত্রণালয় ছাড়া আইন মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত কাজের সাথে জড়িত। রেজি শটড়েশোণ পরিদপ্তর আইন মন্ত্রণালয় এর অধীনে থেকে ভূমি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন হস্তান্তর রেজিশটড়শোণ যাবতীয় কাজ তদারক করে থাকে। রেজি শটড়েশোণ পরিদপ্তর এর অধীনে জেলা পয‍ায়ে জেলা ড়েগীশটেড় এবং ঊপোজেলা পয‍ায়ে সাব ড়েগীশটেড় অফিস আছে।
ভূমি সংক্রান্ত দেওয়ানী মামলা জজ আদালতে নিষ্পত্তি হয়।

জেলা পোড়জাএ জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জেলা জজ ও সহকারী জেলা জজ আদালত আছে। ঢাকা তে অবস্থিত সুপ্রিম কোর্ট এর হাই কোর্টে এবং আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।